আমাকে চূড়ান্ত করা হয়েছে, নায়িকার বিষয় জানি না: বনি সেনগুপ্ত

শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘মানব দানব’। সিনেমাটি পরিচালনা করবেন বজলুর রাশেদ চৌধুরী ছবিতে অভিনয় করবেন কলকাতার অভিনেতা বনি সেনগুপ্ত। বেশ অনেকদিন আগেই ছবিটির জন্য তাকে চুক্তিবদ্ধ করা হয়েছে বলে জানান ‘পারবো না আমি ছাড়তে তোকে’ খ্যাত এ নায়ক।
এদিকে বেশকিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, ছবিটিতে বনির নায়িকা হচ্ছেন দীঘি। সিনেমাটির প্রযোজক সেলিম খানও জানিয়েছেন, ‘মানব দানব’ ছবিতে বনি সেনগুপ্ত থাকছে এটা সত্যি কিন্তু দীঘির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
কলকাতা থেকে মুঠোফোনে বনি সেনগুপ্ত বাংলাদেশ জার্নালকে বলেন, আমাকে আরও বেশ কিছুদিন আগেই ‘মানব দানব’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। আমাকে চূড়ান্ত করা হয়েছে এটুকুই জানি এখন পর্যন্ত। নায়িকা কে থাকছেন, এ বিষয়ে এখনও কিছু জানিনা। নায়িকা এখনও চূড়ান্ত হয়নি বলেই জেনেছি আমি। হলে আমি অবশ্যই জানাবো।
তিনি আরও বলেন, এর আগেও আমি বাংলাদেশে কাজ করেছি। ‘মানব দানব’ হতে যাচ্ছে বাংলাদেশে আমার দ্বিতীয় ছবি। এখনও ছবির সম্পর্কে খুব বেশি জানিনা। আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে যাব এবং পরদিন থেকে শুটিংয়ে অংশ নেবো। প্রায় ১৪দিন সেখানে থাকবো এরপর আবার কলকাতায় চলে আসবো।
জেলেদের জীবনকাহিনীকে কেন্দ্র করে নির্মিতব্য এ সিনেমায় বনি ছাড়াও অভিনয় করবেন ভারতের রজতাভ দত্ত, ভরত কল। এছাড়া থাকবেন শিবা শানু।
Related News

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগ, ডিপজলের বিরুদ্ধে মামলা
এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুই জনের বিরুদ্ধে ঢাকার একটিRead More

সিরাজউদ্দৌলা হয়ে মানুষের হৃদয়ে গেঁথে আছেন তিনি
আনোয়ার হোসেন এদেশের সিনেমায় আজও নবাব সিরাজউদ্দৌলা হয়ে অসংখ্য মানুষের হৃদয়ে গেঁথে আছেন। খান আতাRead More