শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিলো সিলেটের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান

প্রায় দেড় বছর পর আজ রোববার (১২ সেপ্টেম্বর) থেকে সিলেটসহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। স্কুল ও কলেজ পর্যায়ের সকল প্রতিষ্ঠানে আজ ছিল প্রাণের উচ্ছ্বাস। বহুদিন পর শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালগুলো। তবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আইসোলেশন কক্ষও প্রস্তুত রাখা হয়েছে। প্রতিষ্ঠানে আসার পর কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে সেখানে রাখা হবে।
আগে যেখানে একই শ্রেণিকক্ষে বেশ কিছুসংখ্যক শিক্ষার্থী একসাথে বসে ক্লাস করতো, এখন প্রতিটি শ্রেণিকক্ষে ২০ জনের মতো করে বসানো হচ্ছে। সংক্রমণ ঝুঁকি এড়াতেই এমনটা করা হচ্ছে বলে জানালেন শিক্ষকরা।
এছাড়া, এখনই শিক্ষার্থীদেরকে পড়াশোনার চাপ দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন পর তারা ক্লাসে ফিরেছে। আপাতত তাদেরকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দিতে চান শিক্ষকরা। তাদের মানসিক অবস্থায় যেন চাপ না পড়ে, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।
Related News

সিকৃবিতে ‘শহীদ মুগ্ধ কর্নার উদ্বোধন “পানি নাগবে পানি” একটি স্লোগান নয়, ছিল ছাত্রসমাজের আত্মদর্শনের প্রতীক, সিকৃবি ভিসি
“পানি নাগবে পানি” একটি স্লোগান নয়, ছিল ছাত্রসমাজের আত্মদর্শনের প্রতীক। এটি ছিল এক শপথ। ন্যায্যRead More

সিলেটে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার ৬৮ দশমিক ৫৭
সারা দেশের সঙ্গে একযোগে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সিলেট শিক্ষা বোর্ডেRead More