নিখোঁজের ২দিন পর গোয়াইনঘাটের নৌকার মাঝির লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার সংলগ্ন চেঙ্গেরখাল নদীতে যাত্রীবাহী নৌকার সঙ্গে বাল্কহেড (বলগেট) এর
সাথে ধাক্কা খেয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর রুমেল নামের যুবকের (নৌকার মাঝি) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুলাই) বিকেলে নন্দীরগাঁও ইউনিয়নের রানিগঞ্জ গ্রামের চেঙ্গেরখাল নদীর টলাবিল হাওর থেক তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রুমেল আহমদ উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রামের মন্তাজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চেঙ্গেরখাল নদীতে টলার হাওরে রুমেলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম খাঁন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও মৃতদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেন।
উল্যেখ্য, গত বুধবার (৭ জুলাই) দুপুরে চেঙ্গের খাল সেতু সংলগ্ন এলাকায় নৌকা ডুবে নিখোঁজ হয় রুমেল।
বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ রুমেলের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।
Related News

পরিবেশ ছাড়পত্র নবায়নের দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনার বরাবর সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের স্মারকলিপি
ইটভাটা ব্যবসা পরিচালনার জন্য পরিবেশ ছাড়পত্র নবায়নের দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উনRead More

রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ার এর বার্ষিক সম্মাননা প্রদান
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার এর উদ্যোগে বার্ষিক সম্মাননা প্রদান ও পিকনিক অনুষ্ঠান ২০২৪—২৫অনুষ্ঠিত হয়েছে।Read More