বাংলাদেশ আরো টিকা পাওয়ার ইঙ্গিত পেয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ আরো বেশ কয়েকটি দেশের কাছ থেকে করোনার টিকা পাওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে। শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা মর্ডানা ও চীন থেকে সিনোফার্মের চালান গ্রহণের সময় সাংবাদিকদের এই কথা জানান তিনি।
ড. মোমেন বলেন, ‘করোনার টিকা নিয়ে জনগণের চিন্তিত হবার কিছু নেই। পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা কেনার জন্য আলাদাভাবে অর্থ বরাদ্দ রেখেছেন।’
শুক্রবার রাতে এবং শনিবার সকালে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রে তৈরি মর্ডানার ২৫ লাখ ডোজ এবং বাণিজ্যিক ক্রয় সূত্রে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকার চালান পেয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই উৎস থেকে টিকা পাবার পর বর্তমানে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে। এসময় বাংলাদেশের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মোমেন।
পাশাপাশি কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে টিকা দিয়ে সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল মিলারকে ধন্যবাদ জানান তিনি।
টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, নতুন করে টিকা প্রাপ্তির ফলে সারা দেশে টিকাদান কার্যক্রম আরও বেগবান হবে।
তিনি বলেন, সরকার বিভিন্ন দেশের সাথে অক্সফোর্ডের টিকা প্রাপ্তির বিষয়ে কথা বলছে এবং বেশ কয়েকটি দেশ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের অক্সফোর্ডের ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে আলোচনা ফলপ্রসূ ভাবে আগাচ্ছে। এমনকি ভারতের কাছ থেকেও আগামী আগস্ট মাস নাগাদ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
সূত্র : ইউএনবি
Related News

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নRead More

পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন
দীর্ঘ ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি)Read More