Main Menu

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের যৌথ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুন) বিকেলে জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মৃত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় বাংলাদেশ সরকারের বাজেট প্রনয়নকে ধন্যবাদ জানানো হয় এবং মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা নির্ধারণের জন্য সাধুবাদ জানানো হয়। পাশাপাশি সভায় গ্যাস, বিদ্যুৎ ও রেশন সহ যাতায়াত ও সুচিকিৎসা নিশ্চিত করণের দাবী জানান।
সিলেট জেলা ইউনিট কমান্ডার শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আকরাম আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, বীর মুক্তিযোদ্ধা প্রীতি কুসুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মো. আফতাব আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আকমল আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাজী ছালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর অব. রফিক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা মো. ওহেদ আলী, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা নির্মলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু দাস, বীর মুক্তিযোদ্ধা ক্ষীরোদ মোহন দাস, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা রজনী কান্ত দাস, বীর মুক্তিযোদ্ধা মনির আলী,
বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আলাউদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সুবেদার আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, ওয়াহিদ আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা রনজিত চন্দ্র ধর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল ইসলাম, রায়হান আহমদ, মো. দুলাল মিয়া, মো. আলীম, মনোজ কপালী মিন্টু, মো. আব্দুল্লাহ, এরশাদ খান, ইমরান খান, নাসিম খান, সাইফুল ইসলাম, বিহীত চৌধুরী বাবলা, মো. আলাউদ্দিন আহমদ, প্রকৌশলী শেখ আলম, অরুন কান্তি ধর প্রমুখ। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *