সিলেটে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন ২০৮৪ জন

করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজের চতুর্থ দিনে সিলেট নগরীতে টিকা নিয়েছেন ২ হাজার ৮৪ জন। এছাড়া প্রথম ডোজের টিকা নিয়েছেন আরও ১৬৩ জন।
সোমবার (১২ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে এ টিকা প্রদান করা হয়।
টিকার ব্যবস্থাপনায় থাকায় সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, সোমবার সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। গত ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত যারা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাদেরকে সোমবার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।
সিলেট নগরীর ভেতরের দুটি টিকাকেন্দ্রের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা নেন ১ হাজার ৭২৮ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৭৫ জন ও নারী ৬৫৩ জন। একই হাসপাতালে সোমবার প্রথম ডোজ টিকাগ্রহণকারী ১১৪ জনের মধ্যে ৬৮ জন পুরুষ ও ৪৬ জন নারী ছিলেন।
এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে সোমবার দ্বিতীয় ডোজ টিকা নেন ৩৫৬ জন। এর মধ্যে পুরুষ ২৫৩ জন ও নারী ১০৩ জন। একই হাসপাতালে প্রথম ডোজ টিকা নেন ৪৯ জন। এর মধ্যে পুরুষ ৪০ জন ও নারী ৯ জন।
আর দুই কেন্দ্রে মিলিয়ে সোমবার করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২ হাজার ৮৪ জনের মধ্যে ১ হাজার ৩২৮ জন পুরুষ ও ৭৬৫ জন নারী ছিলেন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ১৬৩ জনের মধ্যে পুরুষ ১০৮ জন ও নারী ৫৫ জন ছিলেন।
Related News

জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশেরRead More

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই এয়ারপোর্টস্থRead More