সিলেটে ২ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্ধোধন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে শনিবার (২৭ মার্চ) সকালে সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত দু’দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
উদ্ধোধনী উপলক্ষে সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে মেলা প্রাঙ্গণে মিলিত হয়।
পরে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি।
বিশেষ অতিথির বিক্তব্য রাখেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার মোহাম্ম ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মেলায় উন্নয়ন সূচকের প্রতিচ্ছবি জেলা প্রশাসকের হাতে তুলেদেন শিল্পীবৃন্দ।
Related News

রোটারি ইন্টারন্যাশনাল সিলেট ডি ৬৫ এর জোনাল বর্ষ উদ্বোধন ও কলার হ্যান্ডোভার ২০২৫-২৬ অনুষ্ঠিত
সিলেট রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৫ এর জোনাল বর্ষ উদ্বোধন ও কলার হ্যান্ডোভার ২০২৫—২৬ সম্পন্ন হয়েছে।Read More

জাতীয়তাবাদী ঐক্য পরিষদ জেদ্দা শাখার সাংগঠনিক সম্পাদক, বিএনপি নেতা কামাল উদ্দিন বিমানবন্দরে সংবর্ধিত
সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ জেদ্দা শাখার সাংগঠনিক সম্পাদক, বিএনপি নেতা কামাল উদ্দিনের স্বদেশ প্রত্যাবর্তনRead More