আসংখ্যাধীন অবস্থায় ওসমানী হাসপাতালে নোয়াগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত উকিল আলী

সিলেটের জালালাবাদ থানাধীন নোয়াগাঁওয়ের রশিদ আলীর ছেলে উকিল আলী প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসংখ্যাধীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত যুবকের চাচা মোঃ ময়না মিয়া জানান, সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টায় নিজ বাড়ী থেকে পার্শ্ববর্তী চুইস গেইট এলাকায় যাওয়ার পথে হারুনুর রশীদ এর বাড়ীর সামনে পৌছা মাত্র পরিকল্পিত ভাবে সঙ্ঘবদ্ধ হয়ে হারুনুর রশীদের ছেলে শাহ আলম, আলমাস আলীর ছেলে ফয়সল আহমদ, আলকাছ আলীর ছেলে আব্দুল্লাহ ও উবায়দ উল্লাহ, মৃত আসদ আলীর ছেলে ফয়জুল হক, ইলিয়াস আলীর ছেলে তোফায়েল, হাফিজ আলী ছেলে নূর আহমদ গংরা দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত করে। ময়না মিয়া বলেন, একই গ্রামের হারুনুর রশীদ হুকুম দিয়ে এঘটনাটি ঘটান। আহত উকিল আলী ওসমানী হাসপাতালের ৩য় তলার ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠ বিচার দাবী করেন তিনি।
Related News

দক্ষিণ সুরমার তিতাস হোটেলে অনৈতিক কাজে ধরা পড়লেন ১০ নারী-পুরুষ
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে থানাপুলিশ। দক্ষিণ সুরমা থানার এএসআই আবদুরRead More

সিলেটে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান জব্দরি করলো বিজিবি
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যেরRead More