সাহেবের বাজার এলাকার এড.সুমেলের পিতা বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার ৭নং ওয়ার্ডের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা এডভোকেট গোলাম রসুল সুমেলের আব্বা আকবর আলী বাচ্চু মিয়ার প্রথম জানাজা শনিবার সকাল ১১ টায় সাহেবের বাজার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। পরে বেলা ২ টায় সিলেট নগরীর কুমারপাড়া জামে মসজিদে ২য় জানাজা শেষে মানীকপীর (রঃ) মাজার কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। তিনি গত (২৬ ফ্রেব্রুয়ারি) শুক্রবার বিকাল ৪টা ৫৫ মিনিটের সময় তাহার কুয়ারপারস্থ বাসায় ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর, তিনি ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজের ইমামতি করেন মাওলানা আব্দুল হান্নান।
এসময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সর্বস্থরের লোক জন জানাজায় অংশ নেন। তাদের মধ্যে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাহেবের বাজার হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা শামছুর রহমান, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মো. নজরুল ইসলাম দুলাল, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, সাবেক মেম্বার মো. ইলিয়াছ আলী, এডভোকেট খোরশেদ আলম, মুজিবুর রহমান, বিশিষ্ট মুরব্বী আব্দুল হান্নান, আজির উদ্দিন, ডা. আকরাম উদ্দিন, লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে গোলাম রসুল সোমেলের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো মতিউর রহমান ও সাধারণ সম্পাদক উছতার আলী।
Related News

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের শশুরের মৃত্যুতে সদর উপজেলা যুবদলের শোক
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের শশুর দক্ষিণ সুরমা উপজেলার বড়ইকান্দি নিবাসী জনাব আব্দুসRead More

যুবদল নেতা সামাদ আহমেদ সাজুর পিতার মৃত্যুতে সিলেট সদর উপজেলা যুবদলের শোক
সিলেট জেলা যুবদলের ১ম সহ কৃষি বিষয়ক সম্পাদক, সদর যুবদলের আহবায়ক কমিটির সদস্য, সাবেক জেলাRead More