সিলেট মহানগরীতে পঞ্চম দিন ভ্যাকসিন নিলেন ৪ হাজারের অধিক নারী-পুরুষ

উৎসব মূখর পরিবেশে সিলেট মহানগরীতে পঞ্চম দিন ভ্যাকসিন নিলেন ৪ হাজারের অধিক নারী-পুরুষ। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ১২টি, সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতালে ১টি, বিজিবি ক্যাম্পে ১টি ও র্যাব-৯ সদর দপ্তরে ১টি বুথে ভ্যাকসিন নেন তারা।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, সিলেট মহানগরীতে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন মোট ৪ হাজার ৭৫ জন।
এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৩ শ ৬৭ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১৯৩২ ও নারী ১৪৩৫ জন।
অপরদিকে, সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে ৩ শ জন নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ২১৫ ও নারী ৮৫ জন।
এছাড়াও সিলেট বিজিবি ক্যাম্পে স্থাপিত বুথে ২৩০ জন এবং র্যাব-৯ সদর দপ্তরের বুথে ১৭৮ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে বিজিবি ক্যাম্পে পুরুষ ২১৬ ও নারী ১৪ জন এবং র্যাব-৯ সদর দপ্তরের বুথে ১৪৫ জন পুরুষ ও ৩৩ জন নারী ভ্যাকসিন নিয়েছেন।
এদিকে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সদর উপজেলা সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন আজ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন। ভ্যাকসিন গ্রহণ শেষে তিনি জানান শারীরিক ভাবে তিনি সুস্থ রয়েছেন কোন সমস্যা হচ্ছেনা। সদর উপজেলাবাসীসহ সকলকে ভ্যাকসিন গ্রহণের আহবান জানান।
Related News

সিলেট-১ আসনে আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা ঘোষণা
সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুলRead More

সিলেটে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ন্যায় ইনসাফ ও মানবিক দেশ গঠনে জামায়াতে ইসলাম কাজ করছে, মাওলানা হাবিবুর রহমান
সিলেট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য সিলেট জেলা আমিরRead More