গোলাপগঞ্জে দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

সিলেটের গোলাপগঞ্জে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর লামাপাড়া নামাক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই জন হলেন- গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সালামভাগ গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও হবিগঞ্জের বাহুবল উপজেলার সেকুল মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা (সিলেট মেট্রো-শ ১১-০০৮) ও গোলাপগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া (সিলেট মেট্রো-ন ১১-১০৬০) গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসকে কল দিলে তারা এসে গাড়ির দরজা কেটে সেকুল মিয়াকে বের করেন। দুজনের অবস্থাই আশংকাজনক বলে জানায় পুলিশ।
তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই লুৎফুর রহমান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News

জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশেরRead More

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই এয়ারপোর্টস্থRead More