জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৩, সংকটাপন্ন অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসা চলছে

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশার কান্দি ইউনিয়নের পশ্চিম তিলক মনিহারা গ্রামে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৬ জানুয়ারী) সন্ধ্যার দিকে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের ময়না মিয়ার ছেলে মোঃ কনু মিয়া (২৮), আব্দুল মালিকের ছেলে রেদওয়ান (২১), মোঃ আজিদ উল্লার ছেলে শিবলু মিয়া (২০), মৃত কনা মিয়ার ছেলে জাকির হোসেন (৩০), মৃত আব্দুল মালেকের ছেলে সুজাত মিয়া (১৮), ময়না মিয়ার ছেলে মোঃ কনা মিয়া, মৃত ইশাদ টাকুরের ছেলে তাহিদ মিয়া (৪০),সহ ১০-১২ জন মিলে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালিয়ে ছানু মিয়া (৪৯) ছানু মিয়ার ছেলে হৃদয় আহমদ (২০)ও তাদের বাড়ীর কাজের ছেলে জসিম (২১)কে বন্দুক, রামদা, পাজুন, নাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে।
আহতদের অবস্থা বেগতীক দেখে প্রতিবেশী ও আত্মীয় সজন মিলে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করান। এ রির্পোট লেখা পর্যন্ত জরুরী অবস্থায় আহতদেরকে্ ওসমানীর হাসপাতালের ৫ম তলায় অপারেশন থিয়েটারে সেলাই বা অপারেশনের প্রস্তুতি চলছে।
হৃদয় আহমদ, তার পিতা ছানু মিয়া ও বাড়ীর কাজের ছেলে জসিম সিলেট এমএজি ওসমানী হাসপাতালে সংকটাপন্ন অবস্থায়ল চিকিৎসাধীন রয়েছেন।
Related News

সিলেটে দেড় বছরের জমানো মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে গত এক বছর সাত মাসে বিজিবি’র হাতে আটক হওয়া প্রায়Read More

সিলেটে ট্রিপল মার্ডারে আটক আবাদকে কাল টঙ্গীতে পাঠানো হবে
সিলেট শহরতলির শাহপরান থানার মীরমহল্লায় ট্রিপল মার্ডারের অভিযোগে আটক আহবাব হোসেন আবাদকে (১৭) গাজীপুরের টঙ্গীরRead More