সিলেট উইমেন চেম্বারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিলেট উইমেন চেম্বারের উদ্যোগে দুস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩ জানুয়ারি ৫০ জন দুস্থ নারীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় এবং ২০২০ এর সফল ম্যারথনিক তরুণ উদ্যোক্তা নাসরিন বেগমকে সম্মাননা প্রদান করা হয়।
নারী উদ্যাোগক্তা পারমিতা দাস এর সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়। প্রধান অতিথি ছিলেন মান্যবর জেলা প্রশাসক এমদাদুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আল-আজাদ।
প্রধান অতিথি এম কাজী এমদাদুল ইসলাম বলেন, সিলেটের নারী উদ্যোগক্তারা বিভিন্ন ধরনের ব্যবসায় নিয়োজিত তা, খুবই আশা ব্যঞ্জক। তিনি আরও বলেন, শুধু নারী উদ্যোগক্তা হতে অনেক বাধা আসলেও তা মোকাবিলা করার মতো মানসিক শক্তি ও দৃঢ়তা প্রয়োজন।
বিশেষ অতিথি আল-আজাদ বলেন, সিলেট নারী উদ্যোগক্তা আজ যেভাবে নিজেদের মেধার বিকাশ ঘটাচ্ছেন সেই দিন আর দূরে নয় সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন সুপ্রতিষ্ঠিত হবে। বর্তমান সরকার নারীদের সিলেটের নারী উদ্যোগক্তাদের বিকাশ তারই প্রমাণ। বিজ্ঞপ্তি
Related News

সিলেটে ‘উগ্রবাদ প্রতিরোধে পুলিশ ও জনতার ভূমিকা’ বিষয়ক সভা
এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় ‘উগ্রবাদ প্রতিরোধে পুলিশRead More

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সিলেটের চৌহাট্টায় শিক্ষার্থীরা
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরেRead More