বিএনপি ক্ষমতায় আসলে দুর্দিনের নেতা কর্মীদের মূল্যায়ন হবে, একে. এম. তারেক কালাম

সিলেট জেলা মৎস্যজীবী দল ও সদর উপজেলা বিএনপির আহবায়ক একে. এম. তারেক কালাম বলেছেন, আজ হোক কাল হোক এদেশের ক্ষমতায় আবার বিএনপি আসবে ইন্নাশা আল্লাহ। তখন দুর্দিনের নেতা কর্মীদের মূল্যায়ন হবে। সরকার যে ভাবে বিএনপিকে কোণঠাসা করে রেখেছে এর জবাব দেশবাসী সুযোগ পেলেই দেবে। তৃণমূল বিএনপিকে শক্তিশালী করনের মাধ্যমে আগামী দিনের শক্তি সঞ্চয় করতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমাদের মাঝে আনতে হলে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গুলোকে ঢেলে সাজাতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ চমক আলীর বাড়ীতে ইউনিয়ন বিরনপির আহবায়ক আহমদ আলীর সভাপতিত্বে ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক দলের আহবায়ক, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ওয়ারিছ আলী, মোঃ আব্দুর রহমান, বাদশা আহমদ, আবুল হাসনাত, আব্দুল জাহির মেম্বার, আক্রম আলী মাসুক, আব্দুল খালিক, ফারুক মিয়া।
বিএনপি নেতা শাহজাহান জুয়েল, আব্দুল গফুর মান্না ও ছাত্রদল নেতা আমিন আহমদের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মশাহিদ আলী, আব্দুস সালাম, সাদ খান, গোউসুল হোসেন লনু চৌধুরী, আজম আলী, মখদ্দস আলী, নূরুল আলম, আব্দুল আহাদ রানা, সিকন্দর মিয়া, আইয়ব আলী, তজমুল আলী, ফারুক মিয়া, মখন মিয়া, আহমদ আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, আব্দুস শহীদ, মাহমদ আলী, আব্দুন নূর চিশ্তি, মোঃ আব্দুন নূর, আব্দুল মনাফ, ইদ্রিস আলী, নসিব উল্লাহ, সাইস্তা মিয়া, জমির মিয়া, আব্দুল হাসিম, মনির মিয়া, মমশর আলী, হাবু মিয়া, সেলিম আহমদ, ইউনুস আলী, রুয়াব আলী, ফরিদ আহমদ, রাজা আহমদ, আলী আহমদ, সানুর আহমদ, মুমিন আহমদ, রানা আহমদ, শাহিন আহমদ প্রমূখ।
Related News

দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি, সিলেটে আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ব্যাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে ১৮Read More

যুক্তরাষ্ট্রে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির, শহীদ জিয়ার আদর্শ লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে আগামীরRead More