সিলেটে রায়হান হত্যা রিমান্ড শেষে কনস্টেবল টিটু কারাগারে

পুলিশ হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ২য় দফায় রিমান্ডের পর আজ বুধবার দুপুর ১টার দিকে টিটু চন্দ্র দাসকে এডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে নেয়া হয়।
এর আগে গত রোববার বিকাল ৩টার দিকে টিটু চন্দ্রকে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম। আদালতে টিটু চন্দ্র জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালে তাকে আরো ৩ দিনের রিমান্ড দেন আদালত। আদালতে হাজির করে আরও ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়। ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক জিয়াদুর রহমান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর পুলিশ লাইন্স থেকে টিটুকে গ্রেফতার করে পিবিআই। ওই দিনই বিকেল ৩টার দিকে টিটু চন্দ্র দাসকে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিচারক জিয়াদুর রহমানের আদালতে হাজির করে পিবিআই তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
Related News

ওসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, দক্ষিণ সুরমায় জুলাই যোদ্ধার পরিবারকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
দক্ষিণ সুরমার মোল্লারগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলুর বিরুদ্ধে জুলাই যোদ্ধা পরিবারকেRead More

দক্ষিণ সুরমার তিতাস হোটেলে অনৈতিক কাজে ধরা পড়লেন ১০ নারী-পুরুষ
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে থানাপুলিশ। দক্ষিণ সুরমা থানার এএসআই আবদুরRead More