সিলেটে গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত ৪০, সুস্থ হলেন ১০৭ জন

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪০ জন। বিপরীতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০৭ জন। এছাড়া গতকালও এ অঞ্চলে কেউ মারা যাননি মহামারি করোনায়।
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেটে শনাক্ত হওয়া ৪০ জনের মধ্যে সিলেট জেলার ৩২ ও সুনামগঞ্জের ৮ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১৮৮৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৩৮৫, সুনামগঞ্জে ২২২২, হবিগঞ্জে ১৬৫৮ ও মৌলভীবাজার জেলায় ১৬২৪ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ১৩৮ জন। এর মধ্যে সিলেটে ৮৭, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ২৪ ও মৌলভীবাজারে ১৯ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১০৭ জন। এর মধ্যে সিলেটে ৮১, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ৬ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৯৮৩ জন। এর মধ্যে সিলেটে ৪৬৭৫ সুনামগঞ্জে ১৮৯৯, হবিগঞ্জে ১১১৮ ও মৌলভীবাজারে ১২৯১ জন।
অপরদিকে, সিলেট বিভাগে গতকালও কেউ মারা যাননি করোনাভাইরাসে। তাই সিলেটে আগের দিনের মতো মোট মৃতের সংখ্যা ২০৩ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪৭, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ২০ জন।
Related News

সিলেটে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার ৬৮ দশমিক ৫৭
সারা দেশের সঙ্গে একযোগে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সিলেট শিক্ষা বোর্ডেRead More

গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: ইমদাদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জুলাই-অগাস্টের আন্দোলনে যে শহীদরা জীবন দিয়েছেন,Read More