মেজরটিলায় ফিজাকে ১ লাখ টাকা জরিমানা

সিলেট নগরীর মেজরটিলাস্থ ফিজা এন্ড কোং-কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের অভিযানে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা, পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা এবং নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে অতিরিক্ত তাপমাত্রায় ঔষুধ সংরক্ষণের অপরাধে ফিজাকে এ জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
এ সময় একই এলাকার শাহজালাল ফার্মেসিকে অবৈধ ঔষুধ বিক্রয়ের অপরাধে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব ৯ এর একটি টিম।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।
Related News

সিলেটে দেড় বছরের জমানো মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে গত এক বছর সাত মাসে বিজিবি’র হাতে আটক হওয়া প্রায়Read More

সিলেটে ট্রিপল মার্ডারে আটক আবাদকে কাল টঙ্গীতে পাঠানো হবে
সিলেট শহরতলির শাহপরান থানার মীরমহল্লায় ট্রিপল মার্ডারের অভিযোগে আটক আহবাব হোসেন আবাদকে (১৭) গাজীপুরের টঙ্গীরRead More