সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১২৮ শনাক্ত, মৃত্যু ২ জনের

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১২৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ২০২ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে দুইজনের মৃত্যু ঘটে।
বুধবার (২৬ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ১২৮ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৫৬ জন ও সুনামগঞ্জে ২১ জন। হবিগঞ্জে ১৭ জন শনাক্ত হন। মৌলভীবাজারে ৩৪ জন শনাক্ত হন।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ১২০ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ৪৯ জন। হবিগঞ্জে এ সময়ে সুস্থ হন ২ জন। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ৩১ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৩৪৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৪৭৭ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৯৭০ জন, হবিগঞ্জে ১ হাজার ৪৭৮ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৪২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ১৩৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৭ হাজার ১১৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৮৩ জন।
Related News

সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে সিলেট ট্যুরিস্ট ক্লাব
সিলেটের ঐতিহ্যবাহী ভ্রমণ বিষয়ক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট ট্যুরিস্ট ক্লাব সরকারি নিবন্ধন পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশRead More

বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে রেইনবো ন্যাশন গঠন করবো, এম এ মালিক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামীRead More