সিলেট সদর এফআইভিডিবি সূচনা প্রকল্পের সহযোগীতায় পোনা মাছ অবমুক্তকরন

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে সিলেট সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে, ইউকে এইড ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এফআইভিডিবি সূচনা প্রকল্প সিলেট সদর উপজেলার সহযোগীতায় উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের পুরান বাড়ী গ্রামের মোছাঃ নাজমিন আক্তারের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) মাছের পোনা অবমুক্ত প্রধান অতিথি করেন মৎস্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন, খামার ব্যবস্থাপক স্বপন কুমার ধর, প্রকল্প সমম্বয়কারী ফাহিম সারওয়াত, ওয়ার্ল্ড ফিস এর প্রোগ্রাম ম্যানেজার অশোক কুমার সরকার, ওয়ার্ল্ড ফিস জেলা মৎস্য স্পেসালিস্ট গোপাল চন্দ্র দত্ত, -ওয়ার্ল্ড ফিস হটি কালচার ডেভেলপমেন্ট অফিসার মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা সমম্বয়কারী মোঃ ছাদিকুর রহমান, ইউনিয়ন সমম্বয়কারী মোঃ মহিববুল্যাহ, এফ এফ হাজেরা ফেরদৌস, এসসি এম মাহমুদা বেগম, রোকসানা বেগমসহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন ।
Related News

রায়হানের পরিবারকে রমজান ও নববর্ষের উপহার পাঠালেন এসএমপি কমিশনার
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমেদের বাড়িতে রায়হানের পরিবারের জন্য পবিত্র মাহেRead More

লকডাউনের চতুর্থ দিনে সিলেটে তৎপর পুলিশ
কঠোর লকডাউনের চতুর্থ দিন শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে সাধারণRead More