এম এ হক এর মৃত্যুতে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি চমক আলীর শোক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক’র ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সদর উপজেলা শাখার সাবেক সভাপতি, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ চমক আলী।
এক শোক বার্তায় তিনি বলেন, বর্ষিয়ান জননেতা এম এ হকের ইন্তেকালে সিলেটে বাসী হারালো একজন ক্ষনজন্মা রাজনীতিবিদকে। আর বিএনপি হারালো জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তির একজন বিশ্বস্ত সিপাহশালার।
শোক বার্তায় তিনি আরও বলেন, এম এ হক নির্লোভ ও কর্মীবান্ধব একজন নেতা ছিলেন। সাবেক অর্থমন্ত্রী মরহুম জননেতা এম সাইফুর রহমানের বিশ্বস্থ্য ও কাছের মানুষ হিসেবে বিশেষ করে সিলেট সদর উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে, যা কখনও ভূলার নয়। এম এ হক এর মৃত্যুতে সিলেট বিএনপি একজন সত্যিকারের অভিভাবকে হারালো যে শূন্যতার সহজে পূরণ হবার নয়।
মোঃ চমক আলী, এম এ হকের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News

তুরস্কের বিশিষ্ট আলেম শায়খ মাহমুদ এফেন্দির চিরবিদায়।। নামাজে জানাজা সম্পন্ন
শায়খ মাহমুদ এফেন্দিকে চিরবিদায় জানাতে তার নামাজে জানাজায় অংশ নেন হাজার হাজার মুসল্লি। শুক্রবার জুমারRead More

আবুল মাল আবদুল মুহিত বাঙালির নবজাগরণের অন্যতম উত্তরপুরুষ ছিলেন
সিলেটের অমর কৃতিসন্তান, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সফল কূটনীতিক ও অর্থনীতিবিদ, চিন্তক, লেখক ও আলোকিত সিলেটেরRead More