জৈন্তাপুরে গাঁজাসহ আটক ২

সিলেটের জৈন্তাপুরে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সুটারী সেনগ্রাম উঁচু ব্রিজের উপর থেকে গাঁজা ক্রয়-বিক্রয় করার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সুটারী সেনগ্রাম এলাকার মৃত হুনা আলীর ছেলে মো. মোখলেছুর রহমান (৫২), গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের রাহিম উদ্দিনের ছেলে রুমান আহমদ (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ পরিদর্শক (এসআই) প্রদীপ রায়, অতিরিক্ত উপ পরিদর্শক (এএসআই) আবু সুফিয়ানসহ একদল পুলিশ সদস্য উপজেলার দরবস্ত ইউনিয়নের সুটারী সেনগ্রাম উঁচু ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মো. মোখলেছুর রহমান ও রুমান আহমদকে আটক করে দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা পায়।
যাহার মূল্য আনুমানিক ১০ হাজার টাকা জানিয়ে তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানা যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুতRead More

ওসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, দক্ষিণ সুরমায় জুলাই যোদ্ধার পরিবারকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
দক্ষিণ সুরমার মোল্লারগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলুর বিরুদ্ধে জুলাই যোদ্ধা পরিবারকেRead More