কান্দিগাঁও ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের বিভিন্ন উপজেলার ন্যায় সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে বন্যায় পানি বন্দি হয়ে পঢ়েছেন শত শত মানুষ। তাদের থাকা খাওয়ার খুবই সমস্যা দেখা দিয়েছে। তারা খুব কস্টে দিনাতিপাত করছেন।
সোমবার (২৯ জুন) দুপুরে অসহায় মানুষের খুজ খবর নিতে উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের চামাউরাকান্দি, ঝৈনকারকান্দি, নিলগাঁও, লামারগাঁও, লাকীবাড়ী এলাকায় নৌকা যোগে বন্যা কবলিত মানুষের বাড়ী বাড়ী যান সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ৪শ টি পরিবারের মধ্যে সুখনো খাবার বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, চিনি, পিয়াজ, আলু, খাওয়ার স্যালাইন, দেয়াসলই (ম্যাচ), প্যারাসিটামল ট্যাবলেট, মোমবাতি, মাস্ক।
চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও আমেরিকা প্রবাসী বিশিস্ট শিল্পপতি কল্লুল আহমদের সহযোগীতায় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মজিদ, ২নং ওয়ার্ডের মেম্বার শাহনুর আলম, ৪নং ওয়ার্ডের মেম্বার শাবাজ আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রভাষক সেলিম আহমদ, সদর উপজেলা যুবলীগ নেতা আল মামুন শাহিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রব, মমশর মিয়া, ছাত্রলীগ নেতা জাকারিয়া হুসেন হৃদয়।
Related News

বিশ্বকাপে দলের ব্যর্থতার মূল্যায়নে কমিটি গঠন করেছে বিসিবি
ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের ব্যর্থ পারফরমেন্সের পর্যালোচনায় তিন সদস্যের একটি বিশেষ কমিটিRead More

আরো ১২ জিম্মি মুক্ত ॥ দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির চেষ্টা মধ্যস্থতাকারীদের
ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আজ ছয়দিন চলছে। নতুন মেয়াদের যুদ্ধবিরতিতে ফিলিস্তিনী বন্দীদের মুক্তির বিনিময়েRead More