যুবলীগ নেতা ইকলাল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা
সিলেট সদর উপজেলা যুবলীগ নেতা, সদর উপজেলা স্পোর্ট একাডেমির আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকলাল আহমদ সদর উপজেলাবাসী বিশেষ করে খাদিমনগর ইউনিয়নের প্রাণপ্রিয় বাসিন্দা এবং দেশ-বিদেশের বন্ধু বান্ধব ও আত্মিয় স্বজন সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার (২৪ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে এলো খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। পবিত্র ঈদ আনন্দে জীবনের প্রতিটি সকাল হোক নির্মল,ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।
তিনি আরো বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।
করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানান তিনি।
আসুন আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবার পরিজনদের নিয়ে পবিত্র ঈদুল ফিতর এর আনন্দ উপভোগ করি।
Related News
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তার এর একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ সেেেপ্টম্বর)Read More
সিলেটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নুরসহ সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণRead More