সিলেটে ৮৯টি নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে (পরীক্ষাগার) করোনাভাইরাস সনাক্তের ৭ম দিনের পরীক্ষা হয় কাল সোমবার। সপ্তম দিনে নমুনা পরীক্ষা করা হয় ৮৯টি। এসব নমুনার প্রত্যেকটির ফলাফলই ‘নেগেটিভ’ এসেছে। অর্থাৎ, তারা করোনায় আক্রান্ত নন।
বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, সোমবার সিলেট বিভাগের ৪টি জেলা থেকে আসা ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় সবক’টির ফলাফল নেগেটিভ এসেছে বলে ধারণা করা যাচ্ছে। কেননা, ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা শেষে রিপোর্ট আইডিসিআরকে পাঠিয়ে দেন। এদের মধ্যে কারো পজেটিভ আসলে সকালের মধ্যেই আমাদের জানিয়ে দেয়া হয়। যেহেতু আজ কারো পজেটিভ খবর আসেনি। তাই সকলেরই নেগেটিভ ধরে নেয়া যায়।
এর আগে গত রবিবার ও শনিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের দুই নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় তলার অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি) বিভাগে স্থাপিত ল্যাবে চলছে পরীক্ষার কাজ।
Related News

জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশেরRead More

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই এয়ারপোর্টস্থRead More