মীরবক্সটুলায় অজ্ঞান হয়ে রাস্তায় ঢলেপড়লেন ফিনল্যান্ডের নাগরিক মি. মার্কু
সিলেট নগরীর মীরবক্সটুলায় অজ্ঞান হয়ে পড়া ফিনল্যান্ডের নাগরিক মি. মার্কুকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মার্কুকে উদ্ধার করে। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত বা আক্রান্ত সন্দেহে থাকা ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, ফিনল্যান্ডের যুবক মি. মার্কু (৪৫) প্রায় দুই মাস আগে বাংলাদেশে ঘুরতে আসেন। গত প্রায় দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করছিলেন। হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকছিলেন মার্কু।
পুলিশ সূত্রে জানাযায় আজ শনিবার বিকালে অসুস্থতা অনুভব করায় মি. মার্কু হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলাস্থ খায়রুন ভবনের তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে বিকাল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে আসা একটি চিকিৎসক দল অ্যাম্বুলেন্সযোগে মার্কুকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
Related News
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীর সম্পদ দখল-চেষ্টার অভিযোগ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর সম্পদ দখলের চেষ্টা করছে একটি পক্ষ। এ জন্য জালজালিয়াতিরRead More
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তার এর একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ সেেেপ্টম্বর)Read More