বড়লেখায় বাজার মনিটরিং কালে ১৪টি প্রতিষ্টানকে ১ লক্ষ্য ১০ হাজার টাকা জরিমানা

বড়লেখা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা মোঃ শামীম আল ইমরান।
শুক্রবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত দক্ষিণভাগ, রতুলি,কাননগো ও দাসের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন। এসময় তিনি বিভিন্ন দোকানে মূল্য তালিকা না টানানো,অধিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির কারণে ১৪ টি মামলায় ১ লক্ষ্য ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা মোঃ শামীম আল ইমরান বলেন, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে ও অসাধু ব্যবসায়ীদের প্রচেষ্টাকে কঠোর ভাবে প্রতিহত করতে মনিটরিং অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়েদ উল্লাহ খান, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন বড়লেখা থানার এস আই সুব্রত কুমার দাস এবং তার সঙ্গীরা।
Related News

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুতRead More

ওসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, দক্ষিণ সুরমায় জুলাই যোদ্ধার পরিবারকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
দক্ষিণ সুরমার মোল্লারগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলুর বিরুদ্ধে জুলাই যোদ্ধা পরিবারকেRead More