মহান বিজয় দিবস উপলক্ষে উমাইরগাঁও উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন ও আলোচনা সভা
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সিলেট সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক মাসুক আহমদ ও আলতাফুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সভাপতি আশফাক আহমদ।
প্রধান শিক্ষক হারুন অর রশিদ এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মশাহিদ আলী, সাবেক চেয়ারম্যান হাজী জমির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, এডভোকেট জালাল উদ্দিন, শাবিপ্রবির অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক হাজী ফখর উদ্দিন উপস্থিত ছিলেন মোঃ জাহার উদ্দিন, আব্দুল কাদির, শফিকুর রহমান, আব্দুল মন্নান, আজির উদ্দিন, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, ইউপি সদস্য নজরুল ইসলাম, নান্টু চন্দ চন্দ্র, সুহিন আহমদ চৌধুরী মেম্বার, গোলাম রব্বানী, সইলেন শর্মা, আজমান আলী, প্রনতী রানী রায়, সৈয়দা ফাতেমা নার্গিস, দিলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন লিটু, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেলাল শাহ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরান আহমদ, প্রমেষ সূত্র ধর, শ্রমিক লীগ নেতা কামাল আহমদ, হাবিব আহমদ, মাজহারুল ইসলাম, জাকারিয়া আহমদ, মাহবুব, শামীম প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সাজু আহমদ, গীতা পাঠ করেন বিপ্র দেব নাথ।
এদিকে নতুন শহীদ মিনারের উদ্বোধন শেষে শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষথেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
Related News
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেট সদর উপজেলায় বিক্ষোভ মিছিল
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক পবিত্র ধর্ম ইসলাম ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিরRead More
চোরাচালানে বাঁধা দেয়ায় গোয়াইনঘাটে শিক্ষার্থীদের উপর হামলা
বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ, চোরাচালানে বাঁধা ও লিজ বহির্ভুত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনেরRead More