সিলেটে মানবিক সাহায্যের নামে ‘সাইবার প্রতারণায় ২ জন গ্রেফতার

সিলেটে মানবিক সাহায্যের নামে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুই ‘সাইবার অপরাধী’কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গতকাল শুক্রবার পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান ওসমানীনগর থেকে মো. জাফরান খান (১৯) ও তারেক হোসেন (২১) নামের এই দুইজনকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃত মো. জাফরান খান (১৯) সিলেট জেলার ওসমানীনগর থানার ইলাশপুর (দক্ষিণ) গ্রামের আব্দুল গিয়াস খানের ছেলে ও তারেক হোসেন (২১) একই উপজেলার নিজকরনসী (উত্তর পাড়া) গ্রামের মো. সুফি মিয়ার ছেলে।
শনিবার (১০ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত দুইজন বিভিন্ন রোগে আক্রান্ত এমন অসুস্থ একাধিক শিশুদের ছবি সংগ্রহ করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট ও শেয়ার করে তাদের চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন করে আসছিল।
এদিকে বিভিন্ন গ্রুপে আলাদা নামে সাহায্যের আবেদন করলেও একই মোবাইল নাম্বার দেয়ায় বিষয়টি পিবিআইয়ের নজরে আসে। তাই এর সত্যতা পেতে প্রাথমিক অনুসন্ধান শুরু করে পিবিআই। একপর্যায়ে তারা ওই দুই প্রতারককে শনাক্তের পর তাদের গ্রেফতার করে। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
এই দুই ‘সাইবার অপরাধী’কে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রতারণার মাধ্যমে কতো টাকা হাতিয়েছে তার তদন্ত চলছে বলে জানান পিবিআইয়ের এই কর্মকর্তা।
Related News
সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ একটি সমাজকে সুন্দর ও পরিশীলিত করতে পারে, ড. তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ একটিRead More
সিলেটে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব: সুষম উন্নয়নের স্বার্থে সঠিক জরিপ ও তথ্য প্রদানের বিকল্প নেই
পোভার্টি ম্যাপিং এর উদ্দেশ্য হচ্ছে দেশের দরিদ্র অঞ্চলগুলোকে চিহ্নিত করে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের পথ সুগমRead More