তারাপুর চা বাগান থেকে ৯টি গাঁজার গাছসহ গ্রেফতার ১

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগান এলাকা থেকে ৯টি কাঁচা গাঁজার গাছসহ ১জন কে গাঁজা চাষি সন্দেহে গ্রেফতার করেছে র্যাব ৯।
সোমবার (৩১ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার (১ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯।
অভিযানে নেতৃত্বে দেন মেজর শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি ওবাইন, এবং এএসপি সোমেন মজুমদার।
র্যাব জানায়, এসএমপির এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ০৯টি কাঁচা গাঁজার গাছসহ ১ জন গাঁজাচাষিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা, মো. লাল মিয়া (৩৫), পিতা-মৃত আলী হোসেন, সাং-তারাপুর চা বাগান, থানা-এয়ারপোর্ট, এসএমপি-সিলেট।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৮(ক) ধারায় মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে জানায় র্যাব।
Related News

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More

জকিগঞ্জে বিপুল পরিমাণের মা দ কসহ একজন পুলিশের জালে
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।Read More