দীর্ঘ সময় বন্ধ থাকার পর সিলেট থেকে ছাড়লো ট্রেন

করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবারো সিলেট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (২৪ মে) সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যান আন্ত:নগর ট্রেনটি। তবে ট্রেনে অন্যান্য দিনের চেয়ে যাত্রী সংখ্যা খুবই কম ছিলো।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার খলিলুর রহমান। তিনি জানান, সরকারের নির্দেশনা অনুসারে সিলেট থেকে সোমবার ১১টা ১৫ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়। ওইদিন ১৪৭ জন যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকা উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়। এছাড়া ট্রেনের অন্যান্য যাত্রা ও আগমন সময় সূচি যথাযথভাবে থাকবে।
তিনি বলেন, রেলওয়ের গেইট থেকে স্যানিটাইজার হাত ধোয়ার পর যাত্রীদেরকে ট্রেনে যেতে দেয়া হয়। এছাড়া মাস্ক ছাড়া কাউকে ট্রেনে তুলা হয়নি। স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজনকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। পরে তারা স্বাস্থ্যবিধি মেনেই আবার ট্রেনে উঠেন। আমাদের নিরাপত্তা রক্ষীদের কঠোর নজরদারির পাশাপাশি আমরা তদারকি করে যাচ্ছি।
Related News

গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল
সিলেটের বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদেRead More

শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী মিল্লাত চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ডের অন্তর্গত টুকের বাজার এলাকার শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত Read More