দীর্ঘ সময় বন্ধ থাকার পর সিলেট থেকে ছাড়লো ট্রেন
করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবারো সিলেট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (২৪ মে) সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যান আন্ত:নগর ট্রেনটি। তবে ট্রেনে অন্যান্য দিনের চেয়ে যাত্রী সংখ্যা খুবই কম ছিলো।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার খলিলুর রহমান। তিনি জানান, সরকারের নির্দেশনা অনুসারে সিলেট থেকে সোমবার ১১টা ১৫ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়। ওইদিন ১৪৭ জন যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকা উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়। এছাড়া ট্রেনের অন্যান্য যাত্রা ও আগমন সময় সূচি যথাযথভাবে থাকবে।
তিনি বলেন, রেলওয়ের গেইট থেকে স্যানিটাইজার হাত ধোয়ার পর যাত্রীদেরকে ট্রেনে যেতে দেয়া হয়। এছাড়া মাস্ক ছাড়া কাউকে ট্রেনে তুলা হয়নি। স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজনকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। পরে তারা স্বাস্থ্যবিধি মেনেই আবার ট্রেনে উঠেন। আমাদের নিরাপত্তা রক্ষীদের কঠোর নজরদারির পাশাপাশি আমরা তদারকি করে যাচ্ছি।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More