সিলেটে ভাড়া বাসা থেকে ইয়াবা কারবারী গ্রেফতার

সিলেট নগরীর সাগদিঘীর পাড় এলাকার ৩৩/২ নং বাসার ৫ম তলার একটি কক্ষ ভাড়া নিয়ে চলছিলো ইয়াবার কারবার। এমন খবর পেয়ে রোববার রাতেই অভিযান চালায় পুলিশ। এসময় ৫০ পিস ইয়াবাসহ রাজীব আহমদ (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন দরগাপাশা গ্রামের আব্দুল মোনাফের ছেলে। বর্তমানে রাজীব সাগরদিঘীর পাড় এলাকার ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
সোমবার (২৪ মে) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতারকৃত ইয়াবা কারবারী রাজীকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে রোববার (২৩ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। ইয়াবা উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় এসআই মাহাবুর রহমান মন্ডল বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এম আবু ফরহাদ বলেন, সাগরদিঘীর পাড় এলাকার ৩৩/২ নং বাসা জেফার ভবন এর ৫ম তলার একটি কক্ষে ইয়াবা বিক্রি করা হচ্ছে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ রাজীব নামের এক যুবককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Related News

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান মিললো আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশRead More

মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুতRead More