সিলেটে ১৫ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যুতের প্রি-পেইড মিটারিং সিস্টেম
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর ইউনিফাইড প্রি-পেইড মিটারিং সিস্টেমের কারিগরি মানোন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য দুই দিনে ১৫ ঘণ্টা প্রি-পেইড সার্ভার বন্ধ থাকবে। আগামী ৬ ও ৭ মে এই দুই দিনে মিলিয়ে টানা ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিভাগের এ সেবা বন্ধ থাকবে।
রোববার (২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিউবো’র ইউনিফাইড প্রি-পেইড মিটারিং সিস্টেমের কারিগরি মানোন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৬ মে (বৃহস্পতিবার) রাত ১১ টা থেকে পরদিন (শুক্রবার) ৭ মে বেলা ২ টা পর্যন্ত বিউবো’র প্রি-পেইড মিটারিং সিস্টেমে সকল প্রকার ভেন্ডিং কার্যক্রমসহ প্রি-পেইড সার্ভার বন্ধ থাকবে।
গ্রাহকদেরকে এই সময়ে আগে চাহিদামতো রিচার্জ কার্ড ক্রয় করে রাখার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
Related News
সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

