স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা একই সূত্রে গাথা। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতোনা এই কথা মিথ্যা নয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের এক মাত্র নেতা যার ডাকে সাড়া দিয়ে আদেশের আপামোর জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। যার কারনে আজকে আমরা বাংলাদেশের নাগরীক হিসেবে বিশ্বের বুকে পরিচিয় দিচ্ছি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রি শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্রে পরিনত করেছেন। দেশ আজ উন্নত দেশে পরিনত হতে চলেছে।
সোমবার ( ২২ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজম আলীর সভাপতিত্বে, সদর উপজেলা যুবলীগ নেতা মোঃ কুতুব উদ্দিন ও কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আল আমিন ফরিদের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিরণ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা এম উস্তার আলী।
আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মেম্বার, কাচা মিয়া মেম্বার, মাওলানা তৈয়বুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ সম্পাদক রুহুল তালুকদার, কার্যনির্বাহী সদস্য মোস্তফা উল্লাহ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রভাষক সেলিম আহমদ, আওয়ামীগ নেতা সামসুল হক, শামীম আহমদ, কয়েস আহমদ, নূরুল হক, সোহেল আহমদ, রাইসুল হক, আব্দুল জলিল, যুবলীগ নেতা নিজাম উদ্দিন, আনছার উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দিলোওয়ার হোসেন, সাধারণ সম্পাদক জামিল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More