Main Menu

সদর উপজেলা ফুটবল একাডেমির উদ্যোগে প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচের ফাইনাল ও পুরস্কার বিতরণ

সিলেট সদর উপজেলা ফুটবল একাডেমি আয়োজিত বাদাঘাট জেল সংলগ্ন কাজীরগাঁও উত্তরের মাঠে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিক উপলক্ষে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল ও পুরস্কার বিতরণ শনিবার (২০ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানূ্ররে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম। প্রধান অতিথির বক্তবে তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলায় নারী পুরুষের সমতা আনতে চায়। নারীদের মাধ্যমে আমাদের দেশে অনেক গৌরভ উজ্জ্বল ভূমিকা এসেছে। কর্ম ক্ষেত্রে নারীরা যে ভাবে এগিয়ে রয়েছে খেলা ধুলায় ও তাদেরকে এগিয়ে আনতে হবে। তিনি আরও বলেন কাজীরগাঁও খেলার মাঠকে পূর্ণাঙ্গ খেলার মাঠ হিসেবে গড়ে তুলতে সার্বিক প্রচেষ্ঠা চালাবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সহ সভাপতি নাজনীন হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জগদিশ চন্দ্র দাশ, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার মিনু, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়াম চৌধুরী মাম্মি, সিটি মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার কনা, জেলা পরিষদ সদস্য সাজনা সুলতানা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার, সাধারণ সম্পাদক সাহিদা খাতুন তালুকদার, আওয়ামী লীগ নেতা আমির উদ্দিন, মকসুদ আহমদ মকসুদ, আছন মিয়া, সাবেক চেয়ারম্যান সিরাজুর রহমান। উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা এম উস্তার আলী,জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ সভাপতি খুরশিদ আলম, আওয়ামী লীগ নেতা আনোয়ার মিয়া, আব্দুল মন্নান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক আহমদ, আওয়ামী লীগ নেতা আবু বকর পারভেজ, আব্দুল হক, আলমগীর হোসেন, যুবলীগ নেতা দুলাল মিয়া, আবু সুফিয়ান, কুতুব উদ্দিন, ফয়সল আহমদ, সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি দিলোয়ার হোসেন, যুবলীগ নেতা নিজাম উদ্দিন, মোস্তাক আহমদ, সাদিক আহমদ, সাদ উদ্দিন প্রমূখ।

খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলার জুম্মুন লুসাইন একাদশ ও রানার আপ হয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ভৈরবগঞ্জ বাজার একাদশ ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *