গ্রেটার কামালবাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান

সিলেটের ঐতিহ্যবাহী গ্রেটার কামালবাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) রাগীব রাবেয়া ডিগ্রী কলেজ সংলগ্ন আয়শা মনোয়ারা (রহ.) মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসা হল রোমে গ্রেটার কামালবাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক সামছুল হক এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো মকব্বির আলীর পরিচালনায় আমন্ত্রীতো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার কামালবাজার ডেভেলপমেন্ট ইউকে ট্রাষ্টের সেক্রেটারী বখতিয়ার খাঁন।
উপস্থিত ছিলেন, গ্রেটার কামালবাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুল ওয়াহিদ, যুগ্ম সচিব সিদ্দিকুর রহমান খালেদ, সদস্য এনামূল হক মাক্কু, খলিল আহমদ, হাফিজ জহিরুল ইসলাম, সাইফুল আলম প্রমূখ।
যাদেরকে সংবর্ধিত করা হলো, তারা হলেন প্রাক্তন খেলোয়াড় মুক্তিযোদ্ধা আলতা আলী, আব্দুল হাই হারুন, সাধু মিয়া, জামাল চৌধুরী, মরহুম রফিক মিয়া (মরণোত্তর), আমরু মিয়া, সানুর আলী, মরহুম সুনু মিয়া (মরণোত্তর), ইসলাম আলী, সোনাফর আলী, সমুজ আলী, চেরাগ আলী, বেলায়েত হোসেন বাবুল, ফারুক আহমদ হিরণ, আইয়ূব আলী, আব্দুস সালাম, আব্দুন নূর, বাবুল মিয়া, ফয়জুন নূর, সমশের আলী, আব্দুল আহাদ, সাইদ আলী, জমশিদ আলী, দিলাল আহমদ, আমির আলী লিটন, আমির আলী, কবির আলী, আকদ্দস আলী, চিকন মিয়া, এনামূল হক, আব্দুল আহাদ, আতিকুর রহমান মুটুক, আব্দুল মালিক, সুনু মিয়া, আবু বকর, আব্দুল হাদি, আব্দুস শহীদ, মরহুম রফিক মিয়া।
Related News

সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো হামজা চৌধুরীকে
সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো সিলেট এর সন্তানRead More

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রাফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেটRead More