কুলাউড়ায় দিনব্যাপী পিঠা উৎসব উদযাপন
কুলাউড়া শহরের ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু উদ্যান মাঠে (ডাক বাংলো) এ পিঠা উৎসব উদযাপন অনুষ্ঠিত হয়। এ পিঠা উৎসবে ১৪টি স্টল অংশ নেয়।
পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ কমিনিউনিস্ট পার্টির নেতা খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখশ, জেলা পরিষদ সদস্য শিরীন আক্তার মুন্নি, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া ডিগ্রি কলেজের প্রভাষক সিপার আহেমদ, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, অধ্যাপিকা সৈয়দা লতিফা বেগম, কুলাউড়া উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিপুল চক্রবর্তী, উদিচি শিল্পী গোষ্ঠী কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নারী উদ্যোক্তা সুফিয়া রহমান ইতি প্রমুখ।
Related News
চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতে ২ হাজার কেজি ইলিশ রপ্তানি
মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের কৈলাশহরে দুই হাজার কেজি ইলিশ রপ্তানি করাRead More
১৭০ টাকা মজুরি মেনেই কাল থেকে কাজে ফিরছেন চা শ্রমিকরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন চা-বাগানRead More