বড়লেখায় ভারতীয় নাসির বিড়ির চালান আটক, পাচারকারীরা পালিয়েছে

মৌলভীবাজারের বড়লেখায় পাচারকালে প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ নাসির উদ্দিন বিড়ির চালান আটক করেছে পুলিশ। শনিবার রাতে বিড়িগুলো আটক করা হয়। এসময় চালকসহ ৩ পাচারকারী পালিয়ে যায়। এব্যাপারে থানায় মামলা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বড়লেখা থানার এসআই আবু সাইদের নেতৃত্বে পুলিশ উপজেলার তালিমপুর ইউনিয়নের মহদিকোনা গ্রামের রাস্তায় একটি প্রাইভেট কারের (ঢাকা-মেট্রো-গ-১১-০৪৯৯) গতিরোধ করেন। তল্লাশী চালিয়ে প্রাইভেট কারের ভেতর থেকে ৩ লক্ষাধিক টাকার ১ লাখ ৭০ হাজার শলা ভারতীয় অবৈধ নাসির উদ্দিন বিড়ি জব্দ করেন। এসময় তালিমপুর গ্রামের বাসিন্দা চোরাকারবারী সুনাম উদ্দিন চান্দই, আব্দুল লতিফ ও কার চালক জাহাঙ্গীর হোসেন পালিয়ে যায়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে থানার এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে পুলিশ উপজেলার মহদিকোনা গ্রামের ব্যবসায়ী মাহতাব উদ্দিনের দোকান ও বসতঘরের খাটের নিচে থেকে ২২৬ বান্ডিল ভারতীয় অবৈধ শেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করেন। এসময় বড় ময়দান গ্রামের জাহাঙ্গীর হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ভারতীয় অবৈধ বিড়ি জব্দ ও প্রাইভেট কার আটকের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
Related News

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More

জকিগঞ্জে বিপুল পরিমাণের মা দ কসহ একজন পুলিশের জালে
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।Read More