কে এগিয়ে, বাংলাদেশ না উইন্ডিজ?

পরিসংখানে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের অতীতের ১৬ বারের সাক্ষাতে ১০ টেস্টে জয় পায় উইন্ডিজ। মাত্র ৪ খেলায় জয় পেয়েছে টাইগাররা। বাকি দুই ম্যাচে রেজাল্ট হয়নি।
কাগজে-কলমে ক্যারিবীয়রা এগিয়ে থাকলেও বাস্তবতার নিরিখে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে স্বাগিতক বাংলাদেশ। করোনা ইস্যুতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কসহ ১০ জন তারকা ক্রিকেটার সফরে আসেননি। তারুণ্যনির্ভর দলের চেয়ে অভিজ্ঞতায় একধাপ এগিয়ে বাংলাদেশ।
তাছাড়া ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ দল। তারচেয়েও বড় কথা চট্টগ্রামের ভেন্যুতে জয়ের রেকর্ড বেশি টাইগারদের। সেই লাকি ভেন্যুতে বুধবার সকালে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি হবে মুমিনুল হক সৌরভের নেতৃত্বাধীন দলটি।
দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ-৫৫৬, ঢাকা, ২০১২
উইন্ডিজ-৬৪৮/৯ ডিক্লেয়ার, খুলনা, ২০১২
দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ-৪৩, অ্যান্টিগা, ২০১৮
উইন্ডিজ-১১১, ঢাকা, ২০১৮
সবচেয়ে বেশি রান
তামিম ইকবাল-৭৫০
শিবনারায়ন চন্দরপল-৮৯৭
ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস
মাহমুদউল্লাহ রিয়াদ-১৩৬, ঢাকা, ২০১৮
সারওয়ান- ২৬১*, কিংসটন, ২০০৪
সবচেয়ে বেশি উইকেট
সাকিব আল হাসান-৪৬
কেমার রোচ-৩৩
ইনিংস সেরা বোলিং
মেহেদী হাসান মিরাজ- ৭/৫৮, ঢাকা ২০১৮
জার্মেইন লসন-৬/৩, ঢাকা ২০০২
Related News

সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল শুরু হচ্ছে
সিলেট জেলা স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে ‘সিলেট ডিএসএ কাপ টি—২০ ক্রিকেট টুর্নামেন্ট’।Read More

সিলেটে প্রস্তুতি সারছে বাংলাদেশ, জিম্বাবুয়ে আসছে বুধবার
আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যার প্রথমটি সিলেটRead More