Main Menu

নলকট আনন্দ স্পোর্টিং ক্লাবের মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নলকট আনন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ‘প্রথম মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন হয়েছে। শনিবার ( ৩০ জানুয়ারী) রাতে সিলেট কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক।

বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাশ, জেলা পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য মোহাম্মাদ শাহানুর, সিলেট কেন্দ্রীয় কারাগারে ডেপুটি জেলার নওশাদ মিয়া, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল, বিশিষ্ট মুরব্বী আহমদ আলী, নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক মামুন, কান্দিগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহনুর আলম, সদর উপজেলা স্পোর্টস একাডেমি, সিলেটের সাধারণ সম্পাদক ওলিউর রহমান, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আল মামুন শাহিন , শাহজালাল ফ্রেন্ডস সোসাইটির সভাপতি সাজ্জাদ খান, শ্রমিক ইউনিয়ন আম্বরখানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হুশিয়ার আলী, মৌলভী প্রিন্টিং ও বশির স্পোর্টস এর পরিচালক নাজমুল ইসলাম, যুবনেতা আব্দুল খালিক, বিশিষ্ট মুরব্বী মরম আলী, উপদেষ্টা ছয়ফুল্লাহ মিয়া, মোসাহিদ আলী, আবুল কালাম, যুবনেতা কুতুব উদ্দিন, টুর্নামেন্ট কমিটির সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, ছাদ উদ্দিন, মুজিবুর রহমান প্রমুখ।

খেলায় ধারাবিবরণী প্রদান করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া, রেজাউল হক মামুন, এম রাসেল সরকার। ম্যাচ পরিচালনা করেন বাফুফের তালিকাভুক্ত রেফারি সালা উদ্দিন রাজু, গুলজার আহমদ, তাওহীদ আহমদ।

ফাইনাল খেলায় মামু-ভাগনা একাদশ নৈরপুতা টাইব্রেকারে আরজু একাদশ, জেল স্টাফ, বাংলাদেশ জেলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *