(Untitled)
অভিনয়, মডেলিং, গান, নির্দেশনা ও উপস্থাপনায় নিয়মিত কাজ করছেন জিনাত শানু স্বাগতা। সম্প্রতি সাত বছর পর তিনি নতুন একটি মৌলিক গানে কণ্ঠ দিচ্ছেন। ‘দূরে একা’ শিরোনামের গানটি কথা ও সুর করেছেন তার বোন কারিশমা শানু সভ্যতা।
আগামী মাসে এটি রেকর্ডিং করবেন বলে জানিয়েছেন স্বাগতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন গান প্রকাশ না হলেও গানের চর্চা নিয়মিতই করি। এ গানটি অনেক আগে তৈরি করেছে সভ্যতা। নানা কাজের ব্যস্ততায় রেকর্ড করতে বিলম্ব হয়েছে।
এবার রেকর্ডের পর অল্প সময়ের মধ্যেই প্রকাশেরও পরিকল্পনা আছে।’ এদিকে অভিনয়ে বরাবরের মতোই ব্যস্ততা রয়েছে এই অভিনেত্রীর। গত মাসে তিনটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এ ছাড়া একটি অনলাইন চ্যানেলের বিনোদনবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনাও শুরু করেছেন। এ অভিনেত্রী আফসানা মিমির পরিচালনায় ‘শায়ংকাল’ নামের একটি দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘মানুষের বাগান’ নামে দুটি ছবিতে অভিনয় করেছেন স্বাগতা। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘পাপপুণ্য’ নামে একটি ছবিতেও অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে খাদিমনগর ইউনিয়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী খন্দকার আব্দুলRead More

