আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও জনকল্যাণে বিশ্বাসী: ইমরান আহমদ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও জনকল্যাণে বিশ্বাসী। দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দরিদ্র সীমার নিচে বসবাসকারী জমি নেই, ঘর নেই এমন সব প্রায় লক্ষাধিক পরিবারকে ঘর তৈরি করে দিচ্ছে। মুক্তিযোদ্ধারা আমাদের জাতীয় জীবনের এক অনন্য প্রতীক। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ যতদিন থাকবে মুক্তিযোদ্ধারা ততদিন সম্মান পাবেন।
রবিবার (২৪ জানুয়ারি) সকালে জৈন্তাপুর উপজেলা সদরে ৩ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বশির উদ্দিন, সহকারী কমিশিনার (ভূমি) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসীন আলী, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, স্থানীয় সরকার প্রকৌশলী রামেন্দ্র হোম চৌধুরী, বীর মুুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস, নিপেন্দ্র কুমার দে, আব্দুর রশিদ, আব্দুল জলিল, সিদ্দিকুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলী, জৈন্তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, প্রচার সম্পাদক শাহাজাহান কবীর খান, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, এম ই ই এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার তানিম আহমদ কাজল ও প্রকল্প পরিচালক মো. আলমগীর প্রমুখ।
Related News

সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে সিলেট ট্যুরিস্ট ক্লাব
সিলেটের ঐতিহ্যবাহী ভ্রমণ বিষয়ক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট ট্যুরিস্ট ক্লাব সরকারি নিবন্ধন পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশRead More

বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে রেইনবো ন্যাশন গঠন করবো, এম এ মালিক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামীRead More