লন্ডন থেকে সিলেটে আসা কিছু যাত্রী সেনাবাহিনীর কোয়ারেন্টিনে
যুক্তরাজ্যের লন্ডন থেকে ৩৪ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আসে সিলেটে। এর মধ্যে ২৮ জন যাত্রী ছিলেন সিলেটের, বাকিরা ঢাকার।
সিলেটে আসা যাত্রীদের মধ্য থেকে একজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সিলেট শহরতলির খাদিমপাড়াস্থ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে।
এই কোয়ারেন্টিন কেন্দ্রে বিনামূল্যে থাকা যাবে।
এদিকে, সিলেটের বাকি ২৭ যাত্রীদের মধ্যে নগরীর দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে ৩ জন, একই এলাকার হোটেল হলি গেইটে ২ জন, আম্বরখানার হোটেল ব্রিটানিয়াতে ৯ জন, জেলরোডের হোটেল অনুরাগে ৭ জন এবং মিরের ময়দানের হোটেল লা-রোজে ৬ জন ওঠেছেন।
এসব হোটেলে নিজ খরচে থাকছেন যাত্রীরা।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More