সিলেটে এলো লন্ডনের ফ্লাইট, যাত্রী ২০৫ জন
রূপান্তরিত করোনাভাইরাস আতঙ্কে সারা বিশ্ব যখন ব্রিটেনের সাথে বিমান চলাচলে কড়াকড়ি আরোপ করেছে তখন নির্বিঘ্নে ২০৫ জন যাত্রী নিয়ে সিলেটে এলো লন্ডনের ফ্লাইট। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিমানের বিজি-২০২ ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে আসেন তারা। একই ফ্লাইট ৩০ মিনিট বিরতি দিয়ে ৩২ জন যাত্রী নিয়ে সিলেট ছেড়ে যায়।
সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ জানান, বৃহ্স্পতিবার সকাল সাড়ে ১০টায় মোট ২৩৭ জন যাত্রী নিয়ে সিলেটে নামে বিমানের বিজি-২০২ ফ্লাইট। সিলেটে ২০৫ জন যাত্রী নামিয়ে বাকি ৩২ জনকে নিয়ে ফ্লাইটটি ঢাকায় চলে যায়।
স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিমের প্রধান ও সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ডা. আহমেদ সিরাজুম মুনীর বলেন, সিলেটে আসা ২০৫ জনই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসায় সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More