থার্টি ফার্স্ট নাইট : সিলেটে পুলিশের যত নির্দেশনা

রাত ১২টা ১টা মিনিটে বাজবে নতুন বছরের প্রথম ঘণ্টা। নতুন বছরকে স্বাগত জানাতে সবার মাঝেই থাকবে কম-বেশি প্রস্তুতি। তবে এবারে বিশ্বজুড়ে তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাস বদলে দিয়েছে পরিস্থিতি। করোনার কারণে সিলেটেও পুলিশ দিয়েছে বিশেষ নির্দেশনা।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও করোনা মহামারির কারণে থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে বিশেষ নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নির্দেশনা অনুযায়ী, উন্মুক্ত স্থানে কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুষ্ঠান করতে হবে। এছাড়া পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি, মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের মুঠোফোনে সিলেটভিউ-কে এ বিষয়ে বিস্তারিত বলেন।
তিনি জানান, সিলেট মহানগরীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্যে স্থানে কোনও ধরনের জমায়েত, সমাবেশ বা উৎসব করা যাবে না।
উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোনও ধরনের অনুষ্ঠান করা বা সমবেত হওয়া যাবে না বা নাচ, গান ও কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।
কোথাও কোনও ধরনের আতশবাজি বা পটকা ফোটানো যাবে না।
নির্দেশনার পরিপন্থী কেউ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।
অপরদিকে, ইংরেজি বছরের প্রথম প্রহরকে (থার্টি ফার্স্ট নাইট) কেন্দ্র করে সিলেট মহানগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে এসএমপি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শহরময় পুলিশের অতিরিক্ত টহল হচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে পুলিশ সকল ব্যবস্থা নিয়ে রেখেছে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।
Related News

মদনমোহন কলেজ ছাত্রদল সভাপতি নির্বাচিত হওয়ায় কামরান উদ্দিন অপুকে সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁওRead More

ডা.বীরেন্দ্র চন্দ্র দেব ছিলেন সমাজের নিবেদিত প্রাণ : অধ্যাপক ডা শিব্বির আহমদ শিবলী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক শিব্বির আহমদ শিবলীRead More