সিলেটের বন্দর বাজার থেকে ২ ইয়াবা কারবারি গ্রেফতার

সিলেটের বন্দর বাজার এলাকা থেকে ২ ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার রাত ৮টায় র্যাব-৯ এর অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ ইয়াবা কারবারিকে গ্রেফতার করে। তারা হল- সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের বতুল্লাহ মিয়ার ছেলে শিবলু আহমদ (২৭) ও একই থানার মোগলগাঁও ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে আজির উদ্দিন। গ্রেফতারকৃত ইয়াবা কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জালালাবাদ থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More