কমলগঞ্জে ঘন কুয়াশার কারনে অটোরিকশা দুর্ঘটনায় চালকের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সন্তোষ বৈদ্য (৪৮) নামের এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টায় উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সন্তোষ বৈদ্যের (৪৮) বাড়ি কুলাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামে।
এতে আহতরা হলেন- কুলাউড়া উপজেলার দিলদারপুর চা বাগানের শিশু বিউটি (৯), নিখিল শুক্ল বৈদ্য (৬৫), নারায়ণ (৪০) ও বিক্রম (৩০)। তাদের কমলগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার এস আই আনিসুর রহমান জানান, “যাত্রীবাহী অটোরিকশাটির চালক কুয়াশার কারণে সামনে কিছু দেখতে না পেয়ে রাস্তার পাশের একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।”
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ সিনহা বলেন, পুলিশ দুর্ঘটনায় পড়া অটোরিকশার পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে চালককে মৃত পাওয়া যায়। আর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবারও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া পর্যবেক্ষক আনিছুর রহমান জানান।
তিনি বলেন, কুয়াশার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ বইছে; এতে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা রয়েছে জেলার অধিকাংশ এলাকা। বেলা গড়ালেও গাড়ি চলাচল করতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে।
এদিক এ শীতে ভোগান্তিতে পড়েছেন চা শ্রমিকসহ সাধারণ কৃষকেরা; তারা খড়কুটো পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে কনকনে শীত উপেক্ষা করেই চা শ্রমিকসহ খেটে খাওয়া মানুষদের কাজে যেতে হচ্ছে।
Related News
চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতে ২ হাজার কেজি ইলিশ রপ্তানি
মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের কৈলাশহরে দুই হাজার কেজি ইলিশ রপ্তানি করাRead More
১৭০ টাকা মজুরি মেনেই কাল থেকে কাজে ফিরছেন চা শ্রমিকরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন চা-বাগানRead More