৪ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল বাংলাদেশ মানবাধিকার আন্দোলন

বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের উদ্যোগে রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পশ্চিম দরগাহ গেইটস্থ হোটেল হলিল্যান্ড কমপ্লেক্সে আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সিলেটের ৪ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি হেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বীর প্রতীক, সিলেট মহানরগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ তুতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা নাজমূল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মনু মিয়া।
সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছালেহ আহমদ, সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সহ সভাপতি মোঃ আইনুল হক।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More