সিলেটে গ্রাসরুট কোচেস কোর্স-২০২০ এর উদ্বোধন

সিলেটে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত গ্রাসরুট কোচেস কোর্স-২০২০ বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট বিকেএসপি’র উপ-পরিচালক হাসান আল মাসুদ, বাফুফের কোচ পারভেজ বাবু, জাহান ই-আলম নুরী, উক্ত কোর্সে চট্রগ্রাম সিলেট বিভাগের মোট ৪০ জন প্রশিক্ষক অংশ নিচ্ছেন। কোর্সটির প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছে হাসান আল মাছুদ ও শহীদুল ইসলাম। উক্ত কোর্সটি ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভাল মানের খেলোয়াড় তৈরীতে দক্ষ প্রশিক্ষদের বিকল্প নেই। খেলাধুলায় প্রসার ঘটাতে তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাচাই করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দিতে খেলোয়াড়দের ভাল প্রশিক্ষণ দিতে হবে। এজন্য প্রশিক্ষকদের আরো দক্ষ ও সৃজনশীল হতে হবে। এতে করেই দক্ষ খেলোয়াড় গড়ে তোলা সম্ভব।
Related News

রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টস হেরেRead More