টুকেরবাজারে গ্যাস পাইপ থেকে আগুন নিয়ন্ত্রণে এসেছে

সিলেট শহরতলির টুকেরবাজার এলাকায় গ্যাস লাইনের পাইপ বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছিল।
জানা যায় টুকেরবাজারের পাশ্ববর্তী ব্রিজের পাশে একটি টং দোকানের সামনে গ্যাস লাইনের পাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে এ আগুন ভয়াবহ রূপ নেয় এবং লাইনের অনেকাংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মালেক জানান , সন্ধ্যা ৬ টার দিকে এই গ্যাস পাইপ লাইনে বিস্ফোরনের ঘটনা ঘটে।
রাত পৌণে ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে। এর আগে ফায়ার সার্ভিসের ৪টি দল ও এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।
অগ্নিকান্ডে টুকেরগাঁও গ্রামের ফরজন আলীর ছেলে ফকির আলী (৩৭) দগ্ধ হয়েছে। তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কি কারনে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিস আগুন নেভানোর তৎপরতা চালায়। ৩ ঘন্টার অভিযানে আগুন নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে অগ্নিকান্ডের ঘটনায় সিলেট সুনামগঞ্জ যান চলাচল বন্ধ ছিল।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More