ওসমানীর মর্গে অজ্ঞাত তরুণীর লাশ

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক অজ্ঞাত যুবতীর লাশ রয়েছে। আনুমানিক বয়স ২০ বছর। এই যুবতীর কোনো স্বজন পাওয়া যাচ্ছে না। পুলিশ ওই যুবতীর পরিচয়ের সন্ধান করছে।
শনিবার সন্ধ্যা পৌনে ৭াটার দিকে সিলেটের দক্ষিণ সুরমার থানাধীন লালারগাঁও এলাকা থেকে অজ্ঞাত নারীর লাশ স্থানীয় লোকজন দেখে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে থানার এসআই স্নেহাশীষ পৈত্য সঙ্গীয় নারী কনস্টেবলসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। ওই যুবতীর পরনে সাদা সেলোয়ার, গায়ে প্রিন্টের কামিজ, উপরে মেরুন কালারের বোরকা, গলায় মেরুন কালারের স্কার্প। কানে ইমিটেশনের দুল, গলায় রুপালী কালারের চেইন, পায়ে রুপালী কালারের নুপুর, ডান হাতে ইমিটেশনের চুড়ি, বাম হাতে ইমিটেশনের পুতির তৈরী ব্রেসলেট রয়েছে বলে জানায় পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করেতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ জানান, ওই যুবতীর লাশ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার আত্মীয়স্বজনের খোঁজ চলছে। তিনি বলেন, কেউ এ বৃদ্ধের পরিচয় জানলে দক্ষিণ সুরমা থানা অথবা ডিউটি অফিসার(মোবাইল নং ০১৩২০-০৬৭৬৯৩) সাথে যোগাযোগ করতে পারবেন।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More